জয়ের হৃদ্যতা নিয়ে দাঁড়াও পাশে বন্ধু মানবের কল্যানে তোমার জয় অনিবার্য স্লোগানে মানব উন্নয়ন সেবামূলক সংস্থা জীবনদীপ এর উদ্যোগে অসহায় শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
১১ জুলাই মঙ্গলবার রাতে শহরের জীবনদীপ কার্যালয়ে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ। তিনি বলেন, জীবনদীপ নামটাই সুন্দর। এই নাম দিয়েই বুজানো হয় নিভে যাওয়া জীবনের আলো জ্বালানো। আমরা চাই জীবনদীপ তাদের এমন নানাবিধ মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনএসআই চাঁদপুরের উপপরিচালক শাহ এমরান। তিনি বলেন, জীবনদীপ সংগঠনে যারা সম্পৃক্ত। তারা অত্যান্ত আন্তরিক ও নিবেদিত প্রাণ। যদিও এই সংগঠনটি একজন দক্ষ সংগঠক দ্বারা পরিচালিত হয়। তিনি হচ্ছেন আমাদের বিনয় দা। আমরা চাই তার নেতৃত্বে জীবনদীপ বহুদূর এগিয়ে যাবে।
এসময় জীবনদীপের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে এবং পরিচালক মৃদুল দাসের সঞ্চালনায় চাঁদপুর সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক মনিরুল ইসলাম, সদস্য সচিব অজিত সাহা, জেলা আইনজীবী সমিতির সদস্য সামসুল ইসলাম মন্টু,জীবনদীপের উপদেষ্টা সাইফুল খান, মৃনাল দার, তাপস আইস, ইসমাইল খানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে চাঁদপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তারের পক্ষে তার পিতা ফয়েজের হাতে এককালীন শিক্ষাবৃত্তি হিসেবে নগদ ২০ হাজার টাকা তুলে দেন অতিথিবৃন্দ।