কমিউনিটি পুলিশ অঞ্চল-৪,টহল সদস্যদের সাহসিকতায় ও মানবিকতায় ছিনতাইর কবলে পড়া আরিফ হোসেন প্রধানিয়ার ছিনতাই হওয়া, লুটের ৫হাজার টাকা উদ্ধার করা হলেও, এখন পর্যন্ত ছিনতাই হওয়া মোবাইল সেই ও মোবাইল ঘড়ি উদ্ধার করা সম্বব হয়নি। কমিউনিটি পুলিশ অঞ্চল-৪,টহল সদস্যদের কাছে থাকা ছিনতাইকারীদের ছবি দেখে ৩ জনকে সনান্ত করা হয়েছে। ছিনতাইকারীরা হচ্ছে,শহরের চৌধুরীঘাট এলাকার মোটা শহীদ খানের ছেলে বাবুর আড়ৎ ঘরের কর্মচারী ফারহান(২২), অন্যস্থানের শাকিল(২৩) ও অনন্ত(২১)। এরা চৌধুরীঘাট এলাকায় সব সময় অবস্থান করে মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকেন বলে এলাকাবাসীর অভিযোগ।
এখন তাদের আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহন করা একান্ত প্রয়োজন বলে দাবী করছেন চাঁদপুর বাসী। এ সাহসিকতার পরিচয় ও মানবীক কাজটি করেছেন, কমিউনিটি পুলিশ অঞ্চল-৪,কমান্ডার শহীদ গাজী,টহল সদস্য সোহেল মিজি,রহিম ছৈয়াল ও মো: সেলিম গাজী। তারা এ কাজটি করে একটি বিড়ল দৃষ্টান্ত স্থাপন করে সর্ব মহলে প্রশংসার দাবীদার হয়েছেন। তাদের এ উদ্ধার কাজে সার্বিক সহযোগিতা করেছেন,চৌধুরীঘাট এলাকার সুনামধন্য ব্যবসায়ী মো: ফরিদ আহমেদ। এতে করে আরিফের মায়ের পছন্দের কাঠাল কিনতে পেরেছে যুবক আরিফ হোসেন প্রধানিয়া(২৩)।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকে আটক করে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহন করবেন বলে আশা করছেন চাঁদপুর শহরবাসী।
চাঁদপুরে ৩ ছিনতাইকারী কর্তৃক যুবককে পিটিয়ে সর্বস্ব লুটের ঘটনার একটি রিপোট গত শনিবার ও রোববার চাঁদপুরের বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তার প্রেক্ষিতে এ ঘটনার সাথে জড়িত ছিনতাইকারীদের সনাক্ত করে ৫ হাজার টাকা উদ্ধার করে কমিউনিটি পুলিশ অঞ্চল-৪,টহল সদস্যরা।
উল্লেখ্য,চাঁদপুর শহরের চৌধুরীঘাটস্থ ফেরীঘাটের নিকটে ৩ ছিনতাইকারী দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গ্রামের সহজসরল গ্রাম্মো এক যুবক আরিফ হোসেন প্রধানিয়া (২৩)কে বেদম ভাবে পিটিয়ে আহত করে, যুবকের কাছে থাকা সর্বস্ব ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এতে করে আরিফ হোসেনের মায়ের জন্য কাঠাল কিনা হলো’না। ঘটনাটি ঘটেছে,গতকাল শুক্রবার(৭জুলাই) রাত অনুমান সাড়ে ১২টায় শহরের চৌধুরী ঘাট এলাকায়।
তবে চাঁদপুর শহর বাসী থেকে বিভিন্ন সময়ে জানা তথ্যের ভিত্তিতে জানা যায়,চাঁদপুর শহরে ইদানিং কালে চুরি ছিনতাইয়ের মত ঘটনা গঠছে। শহরের বিভিন্ন স্থানে রাতের আধারে এ ধরনের ঘটনা ঘটে চলছে বলে অভিযোগ উঠেছে।
যুবকের কাছে প্রাপ্ত খবর থেকে জানা গেছে,চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার উত্তর বাকিলার ছেংগাতলী দেওদং জয়দী প্রধানিয়া বাড়ির মো: দেলোয়ার হোসেন প্রধানিয়ার সহজসরল একে বারে বোকা প্রকৃতির ছেলে আরিফ হোসেন প্রধানিয়া। সে গত কয়েকদিন পূর্বে বাড়িতে মায়ের সাথে পারিবারিক কলহের কারনে রাগ করে বাড়িতে তার জমা করা ১০ হাজার টাকা নিয়ে কাউকে না বলে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়ে বাড়ি থেকে বেড় হয়ে যায়। পরে ঢাকাসহ বিভিন্ন স্থানে ঘুরে তার কয়েকদিন কেটে যায়।
হঠাৎ করে গতকাল মায়ের কথা মনে পড়ে যায় আরিফের। তখন সে ঢাকা থেকে রাত ৮টায় লঞ্চ যোগে চাঁদপুরের উদ্দের্শে রওনাদিয়ে রাত পৌনে ১২টায় চাঁদপুর এসে পৌছে। সেখান থেকে সে তার মায়ের জন্য (মা’হোসনে আরা বেগমের পছন্দ কাঠাল) একটি কাঠাল কিনার জন্য শহরের চৌধুরীঘাটস্থ কাঠালের আড়তে আসে। সে আসার পর হোটেল গার্ডেনের সামনে দাড়িয়ে মায়ের জন্য কাঠাল দেখছিল।
এ বিষয়ে আরিফ হোসেন জানান, সেখানে দাড়ানো ৩ যুবক ছিনতাইকারীর মধ্য থেকে এক ছিনতাইকারী তাকে বলে ছোট ভাই কি জন্য এখানে এসেছো। এরই মধ্যে অন্য যুবক ছিনতাইকারীরা তাকে জোর পূর্বক টেনে অন্ধকারে নিয়ে তাকে বেদম ভাবে মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করে এবং এক পর্যায়ে পিটিয়ে আহত করে,তাকে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে তাকে অচেতন করে ফেলে।
এ সময় ছিনতাইকারী চক্ররা তার কাছে থাকা নগদ প্রায় ৫ হাজার টাকা, ১টি মোবাইল সেট,১টি মোবাইল ঘড়ি ও সাথে থাকা মালামাল ছিনিয়ে নিয়ে তাকে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনা পর রাতেই আহত যুবকের জ্ঞান ফিরে আসে। পরে সে সেখান থেকে রাস্তায় এসে হাউমাউ করে কাঁদতে থাকে এবং ঘটনাটি এলাকাবাসীকে জানালে কয়েকজন ব্যবসায়ী তাকে নিয়ে ঘটনাস্থলে এসে সেখানে কাউকে পায়নি।
এ সময় আহত ও অধ্য অচেতন আরিফ হোসেনকে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়ার হয়।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: শেখ মুহসিন আলম জানান,ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। তবে এ বিষয়টি জেনে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।