মনির হোসেন ভূঁইয়া বলেন, ছেংগারচর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে আগামী দিনে গড়ে তোলা হবে। সেই সাথে অত্র ওয়ার্ডটিকে সম্পুর্ণ নতুন আঙ্গীকে আধুনিকায়ন করা হবে। আমার ৩ নং ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে আগামী দিনে গড়ে তুলতে চাই। এজন্য সকলের সহযোগিতা আমি প্রত্যাশা করি। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি কলাকান্দায় নেতা-কর্মী ও ভোটারদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৩নং ওয়ার্ডের প্রতিটি বাড়িতে যাতায়াত সুবিধার্থে নতুন নতুন রাস্তাঘাটের ব্যবস্থা করা। ৩নং ওয়ার্ডের সামাজিক বিচার ব্যবস্থা স্থানীয় বিজ্ঞ মুরুব্বীদের সাথে সমন্বয় করে, পঞ্চায়েতের মাধ্যমে সুবিচার নিশ্চিত করা হবে। ৩নং ওয়ার্ডের মাদক, চাঁদাবাজি, অন্যায় ও অবিচার বন্ধে মুরুব্বী ও যুব সম্প্রদায়ের যৌথ উদ্দ্যোগে “প্রতিরোধ” মূলক কমিটি গঠন করে সকল অন্যায় ও অবিচার বন্ধ করা হবে। ওয়ার্ডের প্রতিটি স্থানের জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে পয়ঃনিষ্কাশন সংস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে এবং আবাদি জমিগুলোতে সেচ ব্যবস্থার উন্নয়নকল্পে ড্রেনগুলোর উন্নয়ন করে জমিতে পানি সরবরাহ নিশ্চিত করা হবে।
কাউন্সিলর প্রার্থী মনির হোনে ভূঁইয়া বলেন, ওয়ার্ডের সকল স্থানের প্রধান সড়ক থেকে সংযোগ সড়কগুলো সংস্কার ও নতুন নতুন সংযোগ সড়ক ও রাস্তা নির্মাণ করা হবে। অবহেলিত দুস্থ জনগোষ্ঠীর কর্মসংস্থা ও স্বাস্থ্য সেবা সু-নিশ্চিত করা হবে। ওয়ার্ডের আওতাভূক্ত জনগণের ভিজিএফ কার্ড, বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতার সুষম বন্টন নিশ্চিত করা হবে। ওয়ার্ডের সকল বাড়িতে এসি/ডিসি লাইটিং এর ব্যবস্থা করা হবে। (বিদ্যুৎ থাকলেও জ্বলবে, না থাকলেও জ্বলবে)।