অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য। অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে।
আনন্দবাজার পত্রিকা জানায়, গুজরাটে গত মঙ্গলবার থেকে তুমুল বৃষ্টিপাতে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। গুজরাটের কয়েকটি জেলায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই চিত্র প্রতিবেশী মহারাষ্ট্র রাজ্যে। তুমুল বৃষ্টিপাতের কারণে রায়গড়, পালঘরে, রেড অ্যালার্ট এবং মুম্বাই, পুণেতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
বৃষ্টিতে নাজেহাল অবস্থা মুম্বাই শহরেও। অনেক সড়ক জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে যানবাহন চলাচলে বিপত্তি দেখা দিয়েছে। রাস্তায় ট্রাফিক জ্যামে ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়েন লোকজন। একই অবস্থা গুজরাটের একাধিক শহরেও। রাজকোট, সুরাত, গির সোমনাথ জেলায় ব্যাপক বৃষ্টিপাতের জেরে অনেক জায়গা প্লাবিত হয়ে পড়েছে।
গুজরাটের জরুরি পরিষেবা কেন্দ্র (এসইওসি) জানিয়েছে, গির সোমনাথের সুত্রাপদা তালুকে সর্বোচ্চ বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে। গত মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী ১৪ ঘণ্টার মধ্যে এই তালুকে ৩৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এ ছাড়া রাজকোট জেলার ঢোরাজি তালুকে ১৪ ঘণ্টায় ২৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেখানে মাত্র দুই ঘণ্টায় ১৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।