মতলব পৌর ছাত্রলীগের আয়োজনে ১,৩,ও ৫ নং ওয়ার্ড শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে । ২০ জুলাই বিকাল ৪ টা মতলব কচিকাঁচা স্কুল মাঠে পৌর ছাত্রলীগে সভাপতি গোলাম রাব্বীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুর মহাম্মদ তামিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিয়াজী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান ।
এ সময় বক্তব্য রাখেন মতলব পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ বাদল, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান পারভেজ, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারন সম্পাদক রোকনুজ্জামান রোকন, জেলা ছাত্রলীগের সাবেক সাবেক সহ সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, ১ নং ওয়ার্ড কাউন্সিল আবুল বাসার পারভেজ, ৩ নং ওয়ার্ড কাউন্সিল সারোয়ার সরকার লিখন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না, পৌর ছাত্রলীগের সহ সভাপতি আব্রান আহম্মেদ শিশির,সোহেব আহম্মেদ শাহরিয়ার , আদনান সরকার জয় , টুটুল আহম্মেদসহ ওয়ার্ড ও পৌর ছাত্রলীগের নেতা কর্মীরা ।
অনুষ্ঠানে তিন ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক পদপ্রার্থীর বিশাল বিশাল মিছিল নিয়ে যোগদান করেন এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে সভাস্থল।
এ সময় প্রধান অতিথী জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিয়াজী বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সুসংগঠিত করতে আমরা কাজ করে আসছি। এরই ধারাবাহিকতা আজ মতলব পৌর ছাত্রলীগের আয়োজনে কর্মী সভায় উপস্থিত সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান ।