মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার নির্বাচনে ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলমের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জুলাই) সকালে কাউন্সিলারের নিজ বাড়ীতে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে হাজারো কর্মী সমর্থক ও শুভাকাঙ্খীরা অংশগ্রহণ করেন।
এসময় কাউন্সিলার মো. জাহাঙ্গীর আলম সকলের উদ্দেশ্যে বলেন, আপনাদের ভালোবাসা না পেলে আমি কখনো কাউন্সিলর হতে পারতাম না। এ বিজয় ওয়ার্ডবাসীর সকলের বিজয়। আমি আপনাদের সহযোগিতা ও দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আপনাদের সহযোগিতা নিয়েই ৩নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। তিনি আরো বলেন, আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে যে সম্মান দেখিয়েছন আমি আজীবন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমার ঘরের দরজা ওয়ার্ডবাসীর জন্য ২৪ ঘন্টা খোলা থাকবে।
নির্বাচনের সময় ভোটের জন্য আপনাদের অনেক জ্বালাতন করেছি, সামনের বছরগুলোতে কাজের জন্য ও যেকোন সমস্যা সংঘটিত হলে আপনারা আমাকে জ্বালাবেন।