চাঁদপুরের শাহরাস্তিতে “শাহরাস্তি প্রিমিয়ার লীগ” ( SPL) টি টোয়েন্টি টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ জুলাই) বিকেলে উপজেলার সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজিগঞ্জ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক অতিরিক্ত সচিব খোদেজা আক্তার খানমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার কাজী শাহাদাৎ হোসেন রাজিব, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মদ ইরান, শাহরাস্তি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সূচীপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ হুমায়ুন কবির ভূঁইয়া।
এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, উপজেলা যুবলীগের সাবেক নেতা মেশকাত হোসেন বিটু, শাহরাস্তি পৌরসভা যুবলীগের সাবেক আহবায়ক শাহ্ মোঃ এনামুল হক কমল প্রমুখ।
আয়োজনরা জানান, শাহরাস্তি ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসেন মিঠুর উদ্যোগে আয়োজিত শাহরাস্তি প্রিমিয়ার লীগ টি টোয়েন্টি টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টে ৩২ টি দল অংশগ্রহণ করবে।
উদ্বোধনী খেলায় শাহরাস্তি থানা পুলিশ একাদশ বনাম সূচীপাড়া রাইজিং ষ্টার ক্লাবের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের সূচনা করা হয়।