কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ (২৪ জুলাই থেকে ৩০ জুলাই) উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতিবিনিময় সভা করা হয়েছে। সোমবার দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধির অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ক কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছান।
এসময় কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুজন পোদ্দার,সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল,সাবেক সভাপতি আবুল হোসেন,মানিক ভৌমিক,রাকিবুল হাসান,সাবেক সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু,মোহাম্মদ মহিউদ্দিন,সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।