দোয়া ও মিলাদের মাধ্যমে হাজীগঞ্জের মকিমউদ্দিন শপিং সেন্টারের নিচ তলায় ফ্যালকন ফ্যাশন জোন-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে ফিতা কেটে ফ্যালকন ফ্যাশন জোন-এর উদ্বোধন করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ভারপ্রাপ্ত মোতাওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ।
এরপর দোকানটি উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শাহ আলম পাটোয়ারী।
দোকানটির প্রোপাইটর আয়ান আহমেদ রিয়াদ তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ওই সময় প্রতিষ্ঠানটির প্রোপাইটর আয়ান আহমেদ রিয়াদের বাবা মো. এমরান হোসেন, বাজারের ব্যবসায়ী আদিল আল আব্দুল্লাহ, মো. রিয়াদ বলি, মো. শাহ-জাহান, আলী আক্কাস, শাহরিয়ার আহমেদ সজিব, ইব্রাহিম খলিল, অয়ন চৌধুরী, সাকিব, রাব্বি, জসিম গাজী’সহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন