কচুয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে বঙ্গমাতার জীবনিভিত্তিক আলোচনা সভা,ক্ষুদ্র ঋনের চেক,সেলাই মেশিন বিতরন ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম,মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালীনি কর্মকার,মুক্তিযোদ্ধা জাবের মিয়া,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার সহ আরো অনেকে। এসময় উপকারভোগী,সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।