“রক্তদানে বাজবে প্রাণ, করবো মোরা রক্তদান” এই প্রতিপাদকে সামনে রেখে লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুর-এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ ফাইনাল পর্ব পুরস্কার বিতরণ ও রেলি অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগস্ট বুধবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুর এর আয়োজনে লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন চাঁদপুর এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ২৩ইং এর ফাইনাল পর্ব ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ রিয়াজ হোসেন এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মনির হোসাইন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কে.এম. আব্দুল্লাহ আল-মামুন।
তিনি বলেন লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন সর্বদাই রোগীর সেবায় নিয়োজিত থাকে শুধু তাই নয় লিল্লাহিয়াত ব্লাড ডোনেশন মাদকাশক্ত নয় রক্তদাতা তৈরী করে আমরা তাদের উত্তর উত্তর সাফল্য কামনা করছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা আব্দুর রহমান কবিরাজ, উপদেষ্টা আব্দুল কাদের, উপদেষ্টা শাহজালাল পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ রিয়াদ সিকদারসহ সংগঠনের শুভাকাঙ্ক্ষী কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালে অংশগ্রহণ করেন নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয় ও হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিযোগিতায় নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।
ছবিঃ হাইমচরে লিল্লাহিয়াত ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কে.এম. আব্দুল্লাহ আল-মামুন।