বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, বঙ্গবন্ধুর জীবন দর্শন চিরকাল বাঙালি জাতিকে অনুপ্রাণিত করবে। তাঁর আজীবনের আরাধ্য সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়িত করতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শিক চেতনায় প্রকৃত দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুদক্ষ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ একটি সুখী-সমৃদ্ধ উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। জাতির পিতার আদর্শে সোনার বাংলা গড়ে তুলতে পারলে সেটিই হবে বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধা। পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃৃত্বে উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা লালন করার আহবান জানান তিনি।
শনিবার প্রবীণ এ রাজনীতিবীদ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. হাই প্রধানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. শরীফের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর ও দক্ষিণ মহিলা আ’লীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী রিনা, চাঁদপুর জেলা মহিলা আ”লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বীনা, ছেংগারচর পৌর আ’লীগের সভাপতি মনির হোসেন বেপারী, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম তালুকদার, উপজেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হানিফ দর্জি, সদস্য রাধেশ্যাম সাহ, ছেংগারচর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, কলাকান্দা ইউনিয়ন আ’লীগের সভাপতি মুজিবুর রহমান, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ষাটনল ইউনিয়ন আ’লীগের সভাপতি একেএম শরীফ উল্ল্যাহ সরকার, গজরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ছানাউল্ল্যাহ মোল্লা, এখলাছপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মুহিবুল হক চৌধুরী সুমিত, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান শওকত আলী বাদল সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বেপারী, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, সাদুল্ল্যাপুর ইউনিয়ন আ’লীগের সাধরাণ সম্পাদক ইউসুফ মিয়া, মৎস্যজীবি লীগের সভাপতি লাভলু, সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী, উপজেলা শ্রমিকলীগ নেতা শামীম আহমেদ, ছাত্রলীগ নেতা রহমত উল্ল্যাহ সরকার লিখন, তামজিদ সরকার রিয়াদ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, ছেংগারচর পৌর আওয়ামী লীগসহ সকল ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।