কচুয়ার ১২নং আশ্রাফপুর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ধনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে-এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-১ কচুয়া আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. শহীদুল ইসলাম।
ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠান উদ্বোধন করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শফি উল্লাহ শফি। বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট মো. মাঈন উদ্দিন মাইনু, যুগ্ন আহবায়ক মো. রুহুল আমিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ, কাদলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলাইমান গাজী, কচুয়া পৌর জাতীয় পার্টির যুগ্ন-আহবায়ক মো. জয়নাল আবেদীন প্রমুখ। এসময় জাতীয় পার্টির নেতা কাজী মোস্তফা কামালসহ ওই ইউনিয়নের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আশ্রাফপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হিসেবে ত্যাগী ও পরীক্ষীত নেতা জালাল আহমেদ শাহজাহান ও মো. তাজুল ইসলাম মেম্বারকে সাধারন সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করা হয়।