হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে মেঘনার ভাঙন প্রতিরোধে হাইমচরবাসীর সম্মিলিত লড়াইয়ের দিন ১৯৮৮ সালের ২০ আগস্টকে জাতীয় নদীভাঙন প্রতিরোধ সংগ্রাম দিবস ঘোষণার দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোশাররফ হোসেন।
ছোটলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হেলাল হোসাইন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাইমচর সরকারী মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লা।
বক্তব্য দেন বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মান্নান, হাইমচর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাছির মাষ্টার, চাঁদপুর সদর উপজেলা পল্লি সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জিল্লুর রহমান জুয়েল, ২০০৫ সালের নদী ভাঙন সংগ্রাম কমিটির আহ্বায়ক আজিজুর রহমান, সদস্য সচিব মোঃ মশিউর রহমান খোকন ও আজিজুর রহমান বাবুল প্রমুখ।