মতলব উত্তরে গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। জাল টাকার ব্যবসায় লোকসান, লোকসানের জের ধরে বসতঘর জোরপূর্বক বিক্রির ঘটনা ঘটেছে। মঙ্গলবার উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ সরদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিন তদন্তকালে জানাযায়, উপজেলার দক্ষিণ সরদারকান্দি গ্রামের রাজ্জাক ঢালীর ছেলে রহমান ও মৃত শরিফ আলী মিজির ছেলে শিবলু ও নবী ঢাকা শহরে জাল টাকার ব্যবসার উদ্দেশ্যে যান। সেখানে উভয়ের ব্যবসায় লোকসান হয়। ব্যবসায়ী রহমানের চেয়ে নবীদের শক্তি প্রতিপতি বেশি হওয়ায় স্থানীয় শরীফ আলী মিজির ছেলে নবী, আলা গাজীর ছেলে রজ্জব আলী, নাছির, নুর মিয়ার ছেলে সুমন, আব্দুল হক মোল্লার ছেলে বশির স্থানীয় ওয়ার্ড মেম্বার গোলাম কাদিরের নেতৃত্বে তার বসবাসের ঘরটি বিক্রি করে দেয়। ঘরে থাকা আসবাবপত্র খোলা আকাশের নিচে এলোমেলো অবস্থায় পরে আছে। সন্তানাদি নিয়ে হাউমাউ করে কাঁদছে রহমানের স্ত্রী আলো বেগম। নিঃস্ব পরিবারটি খোলা আকাশের নিচে বাস করতে হবে। যেন দেখার কেউ নেই!
উল্লেখ্য শিবলু এরই মধ্যে প্রবাসে চলে যায়। তার পক্ষে ব্যবসা পরিচালনা করেন তার ভাই নবী।
ইতিমধ্যে মতলব উত্তর থানার এসআই আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের জানান, ঘর নিয়ে গেছে তা সত্য। তাদের মধ্যে অর্থ সংক্রান্ত লেনদেন ছিল, তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারবো।
এ ব্যাপরে ক্ষতিগ্রস্থ রহমান জানান, স্থানীয়দের বিচার মেনে নিয়েই গত কয়েক দিন পূর্বে আংশিক টাকা দিয়েছি। অবশিষ্ঠ টাকা পরিশোধের সময় নিয়েছি। এখন আমার বসবাসের ঘর নিয়ে গেছে। এখন আমার পরিবার বাচ্চারা কোথায় বাস করবে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
স্থানীয় ইউপি সদস্য গোলাম কাদির জানান, স্থানীয় শালিসের মাধ্যমে রহমানের ঘর বিক্রি করি। রহমানের অনুমতি স্বাপেক্ষে।
মতলব উত্তর ওসি মহিউদ্দিন জানান, অভিযোগ পাইনি। লোকমুখে শুনেই পুলিশ পাঠিয়েছি। ঘর নিয়ে গেছে সত্য, উদ্ধারের চেষ্টা চলছে।