মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী কালিপুর হাইস্কুল এণ্ড কলেজ গভর্ণিং বডির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে স্কুল এবং কলেজ শাখার ২জন করে ৪জন এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ১জন বিজয়ী হয়েছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১জন দাতা সদস্যসহ আরও ৩জন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্কুল শাখায় ১২জন, ভোটার সংখ্যা ৭শ ৩৭জন। কলেজ শাখায় ৪জন প্রার্থী ও ৫৯৮জন ভোটার। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
স্কুল শাখার অভিভাবক সদস্য পদে বিজয়ীরা হলেন মো. শাহ জালাল (১শ ৩৪ ভোট) এবং মো. জসিম উদ্দিন (১শ ১৮ ভোট)। প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীরা হলেন, আবদুল কাদির বেপারী (৬৬ ভোট), আবুল কালাম (৬৬ ভোট), মো. ইলিয়াছ সরকার (৯৪ ভোট), মো. ছালাহ উদ্দিন (৮ ভোট), মো. জাকির হোসেন সরকার (২১ ভোট), নাজমুল হুদা (২৭ ভোট), মাইন উদ্দিন ভূঁইয়া (৩৫ ভোট), সামছুল আলম (৪০ ভোট), সুমন মিয়া (৫৯ ভোট) এবং হানিফ ভূঁইয়া (৯৮ ভোট)।
কলেজ শাখার বিজয়ী অভিভাবক সদস্যরা হলেন রফিকুল ইসলাম (১শ’ ৭৮ ভোট) এবং আবদুল বাতেন সরকার (৯০ ভোট)। প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীরা হলেন, কাইছার মিয়া (১২ ভোট) এবং শাহ আলম (৫৬ ভোট)। এছাড়া সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে বিজয়ী হয়েছেন পাপিয়া বেগম (৩শ ৫৮ ভোট)। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মায়া বেগম ( ২শ’ ৩০ ভোট) এবং রোকসানা বেগম (৯৭ ভোট)।
অনুষ্ঠিত নির্বাচনে প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। তিনি সংশ্লিষ্ট প্রার্থী, সমর্থক এবং নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।