বাংলাদেশ সরকারের অগ্রাধিকারের ভিত্তিতে দক্ষতা বাড়াতে দক্ষ শ্রমিক এবং অদক্ষ শ্রমশক্তিকে বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত স্কিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম। যার মূল লক্ষ্য দারিদ্র্য হ্রাস এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা, ক্রমবর্ধমান কর্মীদের উৎপাদনশীলতা ও কর্মসংস্থান বাড়ানো।
সেই লক্ষ্যে স্কিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রকল্পের চার মাস মেয়াদি মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স প্রশিক্ষণ কোর্সের চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর কোর্স প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের ব্যাচের ২২ জন প্রশিক্ষণার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করেন চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান।
এই সময় উপস্থিত ছিলেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জুনিয়র ইন্সপেক্টর (অটোমোবাইল) মোঃ খাইরুল ইসলাম মোড়ল, ড্রাইভিং প্রশিক্ষক নাছির হোসেন।