চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই সনাতন ধর্মাবলম্বীরা নিশ্চিন্তে পূজা-অর্চনা করতে পারে। ধর্ম যার যার উৎসব সবার।
মাননীয় প্রধানমন্ত্রীর এই শ্লোগানকে সামনে রেখে আপনারা মনের আনন্দে বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে শারদীয় দুর্গাপূজাসহ ধর্মীয় সকল অনুষ্ঠান মনের আনন্দে পালন করবেন। আমি ও আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবো। তিনি আরো বলেন, আগামী ১৪ অক্টোবর দেবীর মহালয়া। মা দুর্গা স্বর্গলোক থেকে মত্যলোকে আসবেন। ২০ অক্টোবর মহাবিল্লষষ্ঠী পূজার মধ্য দিয়ে ৫ দিনব্যাপী দুর্গোৎসব শুরু হবে। আপনাদের আনন্দে আমিও আনন্দিত। এই উপজেলায় ৩৩টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পূজারীদেরকে জানাই অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পেরে আমি নিজকে গর্ববোধ করছি। শারদীয় দুর্গাপূজায় বাংলার সফল প্রধানমন্ত্রী, দেশরত্ন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য প্রতিটি মন্দিরে মন্দিরে আশির্বাদ করবেন।
আপনাদের প্রতি এ অনুরোধ রইলো। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় পঞ্চমবারের মতো ক্ষমতায় আনতে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। পরে তিনি প্রতিটি পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তাৎক্ষণিক নগদ অর্থিক সহায়তা প্রদান করেন। ২০ সেপ্টেম্বর বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার আয়োজনে সুলতানাবাদ ইউনিয়নের স্বর্গীয় জীবন ঘোষের বাড়ি দুর্গাপূজা মন্দিরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অজিত কুমার বিশ^াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, সুলতানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক খোকন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বিজয় কুমার ঘোষ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম সাহা চান্দু, সহ-সভাপতি রাধেশ্যাম রায়, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম খন্দকার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অমৃত লাল নাগের বাড়ি দুর্গাপূজা মণ্ডপ কমিটির সভাপতি অমৃত লাল নাগ, ছেংগারচর কালাচাঁদ আখড়া দুর্গাপূজা মণ্ডপ কমিটির সভাপতি শ্যামল কুমার বাড়ৈ, তিতারকান্দি দাস পাড়া দুর্গাপূজা মণ্ডপ কমিটির সভাপতি ডাঃ পরিমল চন্দ্র দাস, লবাইরকান্দি দুর্গাপূজা মণ্ডপ কমিটির সভাপতি রাধেশ্যাম মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে গীতা পাঠ করেন স্বর্গীয় জীবন ঘোষের দুর্গাপূজা মণ্ডপ কমিটির সভাপতি গোপাল চন্দ্র দাস। অনুষ্ঠানটি জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু করা হয়। এ সময় আরো অন্যান্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
মতলব উত্তরে আসন্ন শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজা উপলক্ষে ৩৩টি পূজা মণ্ডপের প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।