চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের দুর্গাদী থেকে আইলের রাস্তার হক মার্কেট সংলগ্ন রাস্তার পাশের ছোট দুইটি মেহগনি গাছের জন্য মার্কেটের ব্যবসায়ীদের প্রতিনিয়ত চরম দুর্ভোগে পোহাচ্ছে। মার্কেটে আসা ক্রেতা বিক্রেতা গাছটি দ্রুত সরকারি প্রক্রিয়ায় অপসার করার জন্য তারা দাবি করেছেন।
জানা যায়, ১২নং চান্দা ইউনিয়নের আইলের রাস্তা সাবেক ১৯০ মদনা মৌজা হালে ১৩৬ দাগ নং ১৩০১ এবং খতিয়ান নং ৬৫২ মার্কেটের সামনে ছোট্ট দুটি মেহগনি গাছ রয়েছে। নিজের লাগানো গাছ, সরকারি রাস্তার পাশে থাকার কারনে মার্কেটের মালিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে গাছ দুটি কাটা থেকে বিরত রয়েছে। সরকারি প্রক্রিয়ায় গাছ দুটি কাটার জন্য মার্কেটের ব্যবসায়ীগন উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করেছেন। একটি বানিজ্যিক মার্কেটের সামনে যদি দুটি গাছ থাকে থাকলে মার্কেটের সুন্দর্যসহ যানবাহন চলাচল করতে মারাত্মক সমস্যার সমুক্ষীন হতে হয় নিত্যদিন। এ কারনে মার্কেটের ব্যবসায়ীদের নানাহ ভাবে প্রতিবন্ধকতার করলে পড়তে হয়।
মার্কেটের সামনে গাছ দুটি থাকার কারণে মার্কেটে আসা-যাওয়া যানবাহন এবং ব্যবসা করা ব্যবসায়ীদের জন্য খুব কষ্ট এবং অসুবিধা হচ্ছে, ঝড়, বৃষ্টিতে গাছের ডাল পরে মার্কেটের ব্যাপক ক্ষতির আশংকা করছে তারা, গাছ দুটি কাটা না হলে যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে মার্কেট ব্যবসায়ীরা জানিয়েছে।
মার্কেটের ব্যবসায়ী মেহেদী হাসান বলেন, আমাদের মার্কেট কর্তৃপক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় ছোট্র ছোট্র মেহগনি গাছ না কেটে মার্কেটের সামনে রেখেই মার্কেট নির্মান করেন, কিন্তু ছোট গাছ দুটির কারনে মার্কেটের চরম সমস্যা হচ্ছে, এক দিকে ভেতরে যান বাহন প্রবেশে মারাত্মক সমস্যা, অন্যদিকে মার্কেটের সুন্দর্য নষ্ট হচ্ছে। সরকারি ভাবে গাছ দুটি কাটার ব্যবস্থা করে দিলে মার্কেটের ব্যবসায়ীসহ সকলের উপকার আসবে।