ফরিদগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ২৯ হাজার টাকা জরিমানা করেছে র্নিবাহী ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিকার চাঁদপুর ।
২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ফরিদগঞ্জ বাজারে নোংরা পরিবেশে খাবার তৈরি করায় ১ বেকারিকে ৪ হাজার, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় বাসস্ট্যন্ডের একটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা, আলু ও ডিমের দাম সরকারের নির্ধারিত দাম থেকে বেশি রাখায়- ভাউচার না রাখায় ও নকল ভাউচার ব্যবহার করার দ্বায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার আজিজুনন্নাহার, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন ও ফরিদগঞ্জ থানার এস আই ইসমাইল হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুনন্নাহার বলেন, বাজার নিয়ন্ত্রনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।