‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই’ এই শ্লোগানে গত ১ সেপ্টেম্বর বেলা ১২টায় তৃতীয় বারের মতো বই উপহার মাস ঘোষণা করে চর্যাপদ সাহিত্য একাডেমি। ওই দিন চাঁদপুরের বড় স্টেশন মোলহেডে আনুষ্ঠানিকভাবে সেপ্টেম্বর মাসকে ‘৩য় বই উপহার মাস ২০২৩’ ঘোষণা করেন একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি।
ঘোষণার পর পহেলা সেপ্টেম্বর থেকে পুরো মাসজুড়ে পথেঘাটে, অফিস-আদালতে, স্কুল-কলেজে, এমনকি যানবাহনেও চলে বই উপহার কর্মসূচি। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের হাতে তুলে দেয়া হয় বই। এ মাসে প্রায় এক হাজার কপি বই উপহার দেওয়ার টার্গেট নিয়ে মাঠে নেমেছে প্রতিষ্ঠানটি। মাদক, জঙ্গীবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এমন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।
চর্যাপদ একাডেমির সদস্যরা এতে সক্রিয়ভাবে অংশ নেয় এবং নিদের্শনা অনুযায়ী নানা প্রান্তে ছুটে গিয়ে বই উপহার দেয়। তাদের মধ্য থেকে সামাজিক মাধ্যমে কর্মসূচির প্রচার-প্রচারণা, অধিক দিবস কর্মসূচি পালন এবং সর্বাধিক বই উপহার প্রদান করে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি-২০২৩’ মর্যাদায় অভিষিক্ত হয়েছেন তিনজন।
এ বছরও সার্বিকভাবে শ্রেষ্ঠ হয়েছেন চর্যাপদ একাডেমির সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক। কর্মসূচির প্রচার-প্রচারণা ও অধিকসংখ্যক বই উপহার প্রদান করে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন একাডেমির উপপরিচালক জান্নাতুল ফেরদাউস সুপ্ত ও তথ্য পরিচালক জান্নাতুল মাওয়া। পয়েন্ট প্রায় সমান পর্যায়ে থাকায় দুজনকেই শ্রেষ্ঠ সারথি হিসেবে ঘোষণা করা হয়।
বই উপহার মাসের আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি জানান, পুরো সেপ্টেম্বর মাসজুড়ে চলে বই উপহার কর্মসূচি। প্রতিদিন বিভিন্ন প্রান্তের পাঠকের হাতে তুলে দেওয়া হয় বই। এতে অনেক বেগ পোহাতে হয়েছে। ঝড়-বাদলের মধ্যেও বন্ধ থাকেনি বই উপহার কর্মসূচি। এতো বড় চ্যালেঞ্জিং কর্মসূচিতে যে যে সদস্যরা অধিক পরিমাণ পরিশ্রম করেছেন; যাদের অবদান তুলনামূলকভাবে একটু বেশি, তাদের জন্যে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি ২০২৩’ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সমাপনী দিবসে তাদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব।
চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নি জানান, আমি বিস্মিত, অভিভূত। যারা শ্রেষ্ঠ সারথি নিবার্চিত হলেন তারা প্রত্যেকেই নারী। নারীরা যে এখন অনেক বেশি এগিয়ে, তার প্রমাণ পেলাম বই উপহার মাসে। এখন নারী হিসেবে নিজেকে ধন্য মনে করছি। চর্যাপদ একাডেমির নারী সদস্যদের মতো বিশে^র সকল নারীসমাজ শ্রম ও মেধার বিনিময়ে এভাবেই নিজেদের বিজয় ছিনিয়ে আনবে বলে আমি দৃঢ়ভাবে বিশ^াস করি।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে টানা ৩য় বারের মতো বই উপহার মাস পালন করছে চর্যাপদ সাহিত্য একাডেমি। ২০১৯ সাল থেকে পালন করছে বই উপহার কর্মসূচি। এর মধ্যে ১টি বই উপহার মেলারও আয়োজন করেছে। এ পর্যন্ত প্রায় দশ হাজারেরও অধিক পাঠকের হাতে বই উপহার তুলে দিয়েছে এই প্রতিষ্ঠান।