মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু, আজীবন কমিউনিস্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাবেক সভাপতি, বীরমুক্তিযোদ্ধা কমরেড নিরোদ বরণ অধিকারীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৪ সেপ্টেম্বর রবিবার বিকাল সাড়ে ৪ টায় চাঁদপুর সদরের বাহের খলিশাঢুলী প্রয়াতের নিজ বাড়িতে আলোচনা সভা ও তাঁর প্রতীকী মঞ্চে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির আয়োজনে এ কর্মসূচী পালিত হয়ে থাকে।
সংগঠনের জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল চন্দ্র দাস, চাঁদপুর জেলা উদীচীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, যুব ইউনিয়নের জেলা কমিটির সদস্য সৌরভ, প্রয়াতের একমাত্র সন্তান ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চাঁদপুর জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক সজীব অধিকারী স্বাগত, উদীচীর জেলা কমিটির সদস্য জাফর আহমেদ।
সভায় আলোচকবৃন্দ বলেন, কমরেড নিরোদ বরণ অধিকারী একজন নিবেদিত মানুষ ছিলেন। শ্রমজীবী মানুষের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন।তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এ প্রজন্মের অগ্রসর হওয়া উচিৎ।
নেতৃবৃন্দ আরও বলেন, কমরেড নিরোদ বরণ অধিকারী মুক্তিযুদ্ধে অংশ নেন। তাঁর মুক্তিযুদ্ধের স্বপ্নসাধ এখনও বাস্তবায়ন হয় নি। ফলে মানুষ এখন চরম সংকটের মধ্যে অতিবাহিত করছে। নিম্ন আয়ের মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করা মোটেই সম্ভব হচ্ছে না। মানুষ এখন দিশেহারা। নিত্যপণ্য হাতের নাগালের বাইরে। এমতাবস্হায় মানুষকে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়াতে হবে, সমস্ত অপশাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তাই কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করলেই সকল অনিয়ম-দুর্নীতি রোধ করা যাবে।এতে করে মানুষের জীবনযাপনে সুখ ও সমৃদ্ধি ফিরে আসবে।