আনন্দে, উল্লাসে, উৎফুল্লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বাবুরহাট শাখায় অনুষ্ঠিত হলো চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম) স্কুল অব ডিবেটের ‘ গ্র্যাড এন্ড ব্লুম সিরিমোনি’।
সেই সাথে কেক কেটে উদযাপন করা হয় সিডিএম এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ইউনুছ খান অডিটোরিয়ামে প্রায় ৩০০ শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলনে এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম) এর প্রতিষ্ঠাতা প্রফেসর অসিত বরণ দাশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী। গ্র্যাড স্পিকার হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান, বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) এর সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মিশু এবং লক্ষ্মীপুর ডিবেট এসোসিয়েশনের চেয়ারম্যান মাজেদ আজাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিডিএমের সভাপতি ভিভিয়ান ঘোষ।
আরও বক্তব্য রাখেন সিডিএম এর সাবেক সাধারণ সম্পাদক মাহজাবীন অধরা, সিডিএম এর বর্তমান সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, সহ সভাপতি মিঠুন চন্দ্র ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, সিডিএম ১৬তম বর্ষে পদার্পণ করলো, এই দীর্ঘ যাত্রা গৌরবের। আজকে ‘গ্র্যাড এন্ড ব্লুম সিরিমোনি’ র যে আবহ সিডিএম তৈরি করেছে তা অবিশ্বাস্য। ঠিক গতবছরই তারা যে জাতীয় বিতর্ক উৎসবটি করলো সেটিও বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি তাদের সাফল্য কামনা করছি এবং এই অগ্রযাত্রায় সর্বদাই পাশে আছি।
গ্র্যাড এন্ড ব্লুম সিরিমোনিতে সিডিএম স্কুল অব ডিবেটের প্রায় ১১০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।
এদের মধ্যে ২২ জন শিক্ষার্থী তৃতীয় ব্যাচ থেকে কোর্স সমাপনী সার্টিফিকেট গ্রহণ করে এবং সেরা ৬ জনকে মাননীয় শিক্ষামন্ত্রী মেডেল পরিয়ে দেন। উল্লেখ্য, সিডিএম স্কুল অব ডিবেটের ে কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন সিসিডিএফের সভাপতি মুহাম্মদ আবদুল বাসেদ, সহ-সমন্বয়ক সিসিডিএফের সাধারণ সম্পাদক শাহজিয়া সেতু, যুগ্ম সম্পাদক জাহিদ হাসান রিপন, সিডিএমের কোষাধ্যক্ষ সামান্তা দিদার মারিয়া, হোসাইন হিমেল।