চাঁদপুরে নতুন নতুন প্রাথমিক বিদ্যালয় ভবন হলে ও সে নতুন নতুন ভবনগুলোতে এখনো রয়েছে বেঞ্চের চরম সংকট, প্রাথমিক শিক্ষা অফিসের বিদ্যালয় কর্তৃপক্ষ যোগাযোগ করে ও কোন প্রকার আশ^াস না পেয়ে হতাশ বিদ্যালয় পরিচালনা কমিটিসহ বিদ্যালয়ের কর্তৃপক্ষ। নতুন নতুন ভবন হওয়ার বছরের পর বছর পেরিয়ে গেলে ও এখন পর্যন্ত অধিকাংশ নতুন ভবনে বেঞ্চ সংকট বিদ্যামান রয়েছে। নতুন নতুন প্রাথমকি ভবনগুলো ঠিকাদার ভবনের কাজ সমাপ্ত করে হেন্ডওভার দিয়ে যাচ্ছে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত বেঞ্চ না থাকায় শিক্ষার্থীদের পাঠদান করতে সমস্যা হচ্ছে।
সম্প্রতি চাঁদপুরে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, অনেক বিদ্যালয়ে বেঞ্চ না থাকায় দাঁড়িয়ে ও মেঝেতে বসে ক্লাস করছে শিক্ষার্থীরা। পর্যপ্ত শ্রেণিকক্ষে রয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকেরা জানান, দাঁড়িয়ে বা মেঝেতে বসে পাঠদান করা খুবই কঠিন কাজ। এতে শিক্ষার্থীদের পাঠদান বাধাগ্রস্ত হয়। দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের এই অবস্থা রয়েছে।
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তাজুল ইসলাম হাওলাদার বলেন, বিদ্যালয়ের নতুন ভবন হয়েছে অনেক দিন, কিন্তু বেঞ্চ সংকট থাকার কারনে শিক্ষার্র্থীদের লেখা পাড়ার মারাত্মক সমস্যা হচ্ছে। বার বার উপজেলা শিক্ষা অফিসে এ বিষয়ে যোগাযোগ করা হচ্ছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আমার দায়িত্ব থাকায় এ যোগাযোগ চলমান রাখা হয়েছে। নতুন ভবনেরজন্য দ্রুত বেঞ্চ দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি অুনরোধ জানিয়েছে।
পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা চৌধুরী জানান, বেঞ্চ সংকটে শিক্ষার্থীদের চরম বিপাকে পড়তে হচ্ছে। বেঞ্চের জন্য এ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনেক কষ্ট হচ্ছে, বিষয়টি সদর উপজেলা প্রকৌশলীকে কয়েকবার বলা হয়েছে। দ্রুত বিদ্যালয়ের শিক্ষার্থীদের কষ্ট লাঘবের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি বেঞ্চ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।
এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা আলম জানান, যে সব বিদ্যালয়ের বেঞ্চ সংকট রয়েছে, সেসব বিদ্যালয়ের তালিকা পাঠানো হয়েছে, আশা রাখি দ্রুত বিষয়টি সমাধান হবে।