মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় মাতৃছায়া একতা সংঘের ৫বছর পূর্তি উপলক্ষে প্রায় ১ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ সব রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. এস.এম আলী আহাম্মদ, ধানমন্ডি আল-মানার হাসপাতালের চিকিৎসক ডা. তানিয়া আহমদ জেবা, বগুড়ার জেনারেল প্যাকটিশনার এফ.টি টিএমএসওস মেডিকেল কলেজ এন্ড রাফাতুল্ল্যাহ্ কমিউনিটি হাসপাতালের চিকিৎসক ডা. মো. আবু সায়েম, সাউথ এশিয়ার বিশ্ববিদ্যালয় (ঢাকা) আই কেয়ার ফাউন্ডেশনের ওপিটি এম.এ আলিম। মাতৃছায়া একতা সংঘের সভাপতি আল আমিন ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠানে চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধন করেন, ছেংগারচর পৌর মেয়র লায়ন আলহাজ্ব মো. আরিফ উল্যাহ সরকার।
তিনি বক্তব্যে বলেন, মানুষের মন থাকলে যে সমাজসেবা করা যায়, তা আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প একটি উদাহরণ। বিনামূল্যে এ ধরনের সেবা করার মত মানুষ পাওয়া দুষ্কর। আমি মাতৃছায়া একতা সংঘের সফলতা কামনা করছি, তারা যেন প্রতিবছরে এ রকম আয়োজন করতে পারে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতালেও চিকিৎসা সেবার মান বাড়াতে এ সরকার সহযোগিতা করছে।
নারায়নগঞ্জ মেডিভিশন আই হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডা. এস এম আলী আহাম্মদ, ডা. তানজিয়া আহম্মেদ জেবা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একে আজাদ, ছেংগারচর পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিল আমান উল্লাহ সরকার প্রমুখ।
এসময় মাতৃছায়া একতা সংঘের সদস্য ফজলুল হক, বাবু সরকার, নিশাত জাহান, হাছিনা আকতার (রুনা), সজিব, মোশাররফ, সাব্বির, আল আমিন, সোহেল’সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।