বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে কর্মীসভা সংগঠনের অস্হায়ী কার্যালয়ে ২৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।
সিপিবি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও গণজাগরণ মঞ্চের নেত্রী স্লোগান কন্যা কমরেড লাকী আক্তার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সরদার আবুল বাশার, চন্দ্র শেখর মজুমদার, মো. বিলাল হোসেন, ডা. মিজানুর রহমান, রনজিত সরকার, শাহিন প্রধানিয়া, ইকবাল হোসেন, আয়েশা মুন্নি, অনন্ত ত্রিপুরা ও কমল সরকার। অতিথি লাকী আক্তার বলেন, দেশের রাজনৈতিক পরিস্হিতি এখন নাজুক দশা। দেশে যেমন রাজনীতি নাই তেমনি অর্থনৈতিক মুক্তিও নাই। দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতিতে মানুষ আজ সর্বশান্ত। নিত্যপন্য ক্রয় ক্ষমতার বাইরে।
জীবিকার তাগিদে মানুষ অতিরিক্ত শ্রম ও সময় দিচ্ছেন কিন্তু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা পূরণ করতে পারছেন না। ভোট না দিতে পেরে মানুষ রাজনীতিতে গণতান্ত্রিক অধিকার হারাচ্ছে। পাশাপাশি বাজার সিন্ডিকেটের কারণে অর্থনৈতিক বৈষম্যের যাঁতাকলেও পিষ্ঠ হচ্ছে। তাই রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য একসাথে সংগ্রাম করতে হবে। স্বাভাবিক জীবনপ্রবাহ ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, বুর্জোয়া বড় দলগুলো আমেরিকার নির্দেশনার দিকে তাকিয়ে আছে। জনগণের শক্তিতে এখন তাদের বিশ্বাস নেই। জনগণের শক্তিকে বিশ্বাস করে নি বলেই ‘স্যাংশান’ ইস্যুতে মত্ত রয়েছেন। আদতে এরা জনগণের দল নয়। অথচ সাধারণ জনগণ এদের ধোঁকাবাজিতে এখনও ঘুরপাক খাচ্ছে।
তিনি আরও বলেন, মানুষের মুক্তির পথ একমাত্র কমিউনিস্ট পার্টি ছাড়া আর কেউই দেখাতে পারে না। জনগণের মুক্তির জন্য কমিউনিস্ট পার্টিকে ক্ষমতায় আনতে হবে। সে কারণেই সংখ্যানুপাতিক নির্বাচন প্রবর্তন করতে হবে এবং তদারকি সরকারের মাধ্যমেই তা বাস্তবায়ন করতে হবে।
উল্লেখ্য: চাঁদপুর সদর উপজেলার সভা শেষে বিকেলে মতলব দক্ষিণ উপজেলা শাখার মিটিংয়ে কমরেড লাকী আক্তার অংশ নেন। সেখানেও তিনি উপরোল্লেখিত বক্তব্য উপস্থাপন করেন।