সেপ্টেম্বর মাস ছিলো চর্যাপদ একাডেমির তৃতীয় বই উপহার মাস। ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হইÑশ্লোগানে গত ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ৩য় বারের মতো বই উপহার মাস ঘোষণা করে চর্যাপদ সাহিত্য একাডেমি। এরপর থেকে পুরো মাসজুড়ে চলে বই উপহার কর্মসূচি। পথেঘাটে, অফিস-আদালতে, এমনকি যানবাহনেও উপহার প্রদান করা হয় বই। প্রতিদিন দূরদূরান্তে ছুটে গিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের হাতে তুলে দেয়া হয় বই। টানা এক মাস ধরে চলে এই কর্মসূচি।
২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের অঙ্গীকার ভাস্কর্যের পাদদেশে আনুষ্ঠানিকভাবে বই উপহার মাসের সমাপ্তি ঘোষণা করেন চর্যাপদ একাডেমির সহ-সভাপতি আয়শা আক্তার রুপা। এবারের প্রতিপাদ্য ছিলো ‘বই কখনও হয় না পর, বইয়ের সঙ্গে বাঁধব ঘর।’
চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটির সঞ্চালনায় শ্রেষ্ঠ সারথি সংবর্ধনা প্রদান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, পরিচালক শিউলী মজুমদার, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম, অ্যাডভোকেট খালেদ, ইঞ্জিনিয়ার ইকবাল, সদস্য খাদিজা আক্তার তানহা ও বিকাশ সাহা।
প্রথমেই প্রতিষ্ঠানের নিদের্শনা অনুযায়ী দেশের নানা প্রান্তে ছুটে গিয়ে বই উপহার প্রদান করা, কর্মসূচির প্রচার-প্রচারণা, অধিক দিবস কর্মসূচি পালন ও সর্বোচ্চ সংখ্যক বই উপহার প্রদান করে ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি-২০২৩’ মর্যাদায় অভিষিক্ত হওয়া ৩ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। তাদের মধ্যে সার্বিকভাবে শ্রেষ্ঠ হয়েছেন চর্যাপদ একাডেমির সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক এবং কর্মসূচির প্রচার-প্রচারণা ও বহুসংখ্যক বই উপহার প্রদানের ক্ষেত্রে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন একাডেমির উপপরিচালক জান্নাতুল ফেরদাউস সুপ্ত ও তথ্য পরিচালক জান্নাতুল মাওয়া।
চর্যাপদ একাডেমির প্রতিষ্ঠাতা ও বই উপহার মাসের আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, মাসব্যাপী চলে বই উপহার কর্মসূচি। ঝড়-বাদলের দিনেও বন্ধ থাকেনি উপহার কর্মসূচি। এ মাসে প্রায় এক হাজার কপি বই উপহার দেওয়ার টার্গেট নিয়ে মাঠে নেমেছি আমরা। মূলত মানুষকে বইমুখী করার পাশাপাশি মাদক, জঙ্গীবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। গত সাড়ে ৪ বছরে প্রায় ১০,০০০ (দশ হাজার) পাঠকের হাতে বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি।
সভাপতি নুরুন্নাহার মুন্নি বলেন, প্রতিদিন প্রত্যন্ত অঞ্চলে ছুটে গিয়ে আমাদের সদস্যরা বই উপহার দিয়ে এসেছে। তাদের এই পরিশ্রম তখনই সার্থক হবে যখন বইয়ের প্রতি সমাজের মানুষের ভালোবাসা বৃদ্ধি পাবে। টানা দুই বছর ‘বই মাসের শ্রেষ্ঠ সারথি পুরস্কার’ নারীদের হাতে ওঠেছে। চর্যাপদ পরিবারের নারীরা যে কতটা দক্ষ এবং দায়িত্বশীল সেটা পরপর দুবার বিজয়ী হয়ে প্রমাণ করে দিয়েছে। তাদের সাফল্যে আমরা গর্বিত।
উল্লেখ্য, চর্যাপদ সাহিত্য একাডেমি ২০১৯ সাল থেকে পালন করছে বই উপহার কর্মসূচি। ২০২১ সাল থেকে টানা ৩য় বারের মতো পালন করছে বই উপহার মাস। এর মধ্যে ১টি বই উপহার মেলারও আয়োজন করেছে। এ পর্যন্ত দশ হাজারেরও অধিক পাঠকের হাতে বই উপহার তুলে দিয়েছে এই প্রতিষ্ঠান।