জিম্বাবুয়েতে একটি সোনার খনির একাংশ ধসে ছয় জনের মৃ*ত্যু হয়েছে। এ ঘটনায় খনির ভেতরে আটকা পড়েছেন আরও ১৫ জন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, রাজধানী হারারে থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে চেগুতু জেলার বে হর্স সোনার খনিতে শুক্রবার সকালে ধসের ঘটনাটি ঘটে। এতে প্রাথমিকভাবে অন্তত ৩৪ জন শ্রমিক ভেতরে আটকা পড়েন। তাদের মধ্যে ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয় অথবা তারা বেরিয়ে আসতে সক্ষম হন।
দেশটির টেলিভিশন চ্যানেল জেডবিসি জানিয়েছে, আটকা পড়া শ্রমিকদের বের করে আনতে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। কী কারণে খনির ওই অংশটি ধসে পড়েছে তা জানা যায়নি। কী হয়েছিল সরেজমিনে তা তদন্ত করে দেখতে জিম্বাবুয়ে মাইনার্স ফেডারেশনের মহাসচিব ও চেগুতু মাইনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ঘটনাস্থলে যাবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে মাইনার্স ফেডারেশন।
জিম্বাবুয়ের মাটির নিচে সোনা, প্লাটিনাম ও হীরার বিশাল মজুদ আছে। তবে দেশটির খনিগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। খনি থেকে আকরিক আহরণের অনুন্নত প্রক্রিয়া ও নিরাপত্তা মান অগ্রাহ্য করা মূলত এসব দুর্ঘটনার কারণ।
২০১৯ সালে ভারি বৃষ্টিতে মধ্যাঞ্চলীয় শহর কাদোমার কাছে সিলভার মুন খনি এবং ক্রিকেট খনি তলিয়ে গিয়ে বহু খনি শ্রমিকের মৃত্যু হয়েছিল।