কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া নাহারা সড়কে ইউনিয়ন পরিষদের পরিষদের উত্তর পাশে চলমান কাজের নির্মিত ব্রীজের ডাইভরশনটি তৈরীর পর থেকে প্রতিনিয়ত দুর্ঘটনা হয়েই চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় চাঁদপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান শ্যামস ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন লি: প্রায় ১০ মাস ধরে ২ কোটি ৭৩ লক্ষ ৮ শত টাকা ব্যায়ে ব্রীজের কাজ শুরু করে। ব্রীজের কাজ করতে গিয়ে পাশে দায়সারা গোছের একটি ডাইভরশন করে ব্রীজের কাজ শুরু করে। ডাইভরশনটি মূল সড়ক থেকে বাঁকা,অনেক নীচু ও সরু করে ইট দিয়ে তৈরী করা হয়। ফলে প্রতিনিয়ত যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হয়ে দুর্ঘটনা ঘটছে। ডাইভরশনটি বেশী ঢালু হওয়ায় যানবাহন টেনে উপরে তুলতে হয়। স্থানীয়রা জানান এই স্থানে দুর্ঘটনায় পড়ে বেশ কিছু লোক আহত হয়েছে। একটুখানি বৃষ্টি হলে ডাইভরশনটি যেন একটি মরন ফাঁদে রুপ নেয়।
তাছাড়া ঠিকাদার ক্ষমতার প্রভাব খাটিয়ে নিম্মমানের মালামাল ব্যবহার করে ব্রীজের কাজ করছে বলে অভিযোগ রয়েছে। কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আখতার হোসোইন জানান ডাইভরশটি যান ও জন চলাচলের অনুপযোগী । বিষয়টির ব্যাপারে উপজেলা প্রকৌশলী ও ঠিাকাদারী প্রতিষ্ঠানের লোকজনকে বার বার বলার পরও তারা এ ব্যাপরে কোন পদক্ষেপ গ্রহন করেনি। এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও উপজেলা প্রকৌশলী আ: আলিম লিটনকে অবহিত করলেও বিষয়টির ব্যাপারে কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করেননি।