চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার আয়োজনে এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এবং গভনিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত ৪জন প্রভাষক এর আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৪ অক্টোবর (বুধবার) সকাল ১১টায় মাদরাসা মিলনায়তনে আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র বক্তব্যে বলেন, আজকে এনটিআরসিএ সুপারিশকৃত যে ৪জন নিয়োগ হয়েছে এটা প্রতিষ্ঠানের জন্য অনেক বড় প্রাপ্তি। ৪জন প্রভাষক একসাথে নিয়োগ এটা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এ জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্বতা জানাচ্ছি । এ মাদরাসা বাংলাদেশের মধ্যে একটা বড় দ্বীনি প্রতিষ্ঠান। ১৯০১ সালে এ মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসেন রুশদী সাহেব অত্র মাদ্রাসার কামিল স্তর প্রতিষ্ঠা করেছেন। আপনারা আজকে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন। আপনারা মাদরাসার শিক্ষা ও শিক্ষার্থীদের বিষয় নিয়ে ভাববেন।
তিনি বলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসন (শিক্ষা ও আইসিটি) ,অধ্যক্ষ এবং গভনিং বডির সহযোগিতায় আপনাদের এমপিও আবেদন দ্রুতার মধ্যে সাবমিট হয়ে গেছে । আপনাদের কোন বিষয়ে সমস্যা সৃষ্টি হলে, আপনারা আমাকে জানাবেন। আপনাদের এ নিয়োগ ছাত্র-ছাত্রীদের জন্য কাজে আসবে। এ প্রতিষ্ঠানে অনেক মেধাবী শিক্ষক রয়েছে। ফলাফলও অনেক ভালো। আপনাদের প্রতি আমাদের নির্দেশনা থাকবে আপনারা ক্লাসে ভালো টিচিং দিবেন। প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে। আপনারা কোন সমস্যা ফিল করলে আমাকে অবগত করবেন।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাহসী নেতৃত্বে ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি’র সহযোগিতায় শিক্ষা সেক্টরে শিক্ষক নিয়োগসহ অবকাঠামোগত উন্নয়নসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনারা যারা নতুন যোগদান করেছেন, টেনশনমুক্ত ভাবে কাজ করবেন। টেনশন থাকলে টিচিং মেথড ভালো থাকে না। যে সকল শিক্ষক মাদরাসা থেকে পদত্যাগ করেছে এবং অবসর গ্রহন করেছে তাদের অচিরেই বিদায় সংবর্ধনা দিবো। আমরা সকলেই চাই শিক্ষার মান উন্নয়ন।
অনুষ্ঠানে নবাগত প্রভাষক (আরবি) মো: নাজির হোসেন, প্রভাষক (আরবী) মো: আব্দুস সালাম, প্রভাষক (বাংলা) সখিনা আক্তার, প্রভাষক (ইংরেজী) সাদিয়া রহমান গণকে মাদরাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথি মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অন্যান্যরা অতিথিবৃন।
মাদরাসার সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, নবাগত আরবী প্রভাষক মো: নাজির হোসেন, আরবী প্রভাষক মো: আব্দুস সালাম, বাংলা প্রভাষক সখিনা আক্তার, ইংরেজী প্রভাষক সাদিয়া রহমান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। শেষে দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা কামাল হোসেন, জ্যেষ্ঠ প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদুল্লা, বাংলা প্রভাষক মো: বেলায়েত হোসেন মিজি, আরবী প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি লাইব্রেরীয়ান আহসান হাবীব, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, মাদরাসার সহকারি শিক্ষক আনিসুর রহমান, আইসিটি শিক্ষক মাওলানা আনিসুর রহমান রহমান, শরীরচর্চা শিক্ষক শরীফ হাওলাদার, ইয়রেজী শিক্ষক হালিমা আক্তার, সহকারি শিক্ষক সায়েমা বিনতে ইব্রাহিম, ইবতেদায়ী ক্বারী হাফেজ জাহাঙ্গীর হোসেন, হিসাব রক্ষক মো: শরীফুর রহমান খান, অফিস সহকারি মো: রিয়াদ হোসেন, অফিস সহকারি মো: শরীফ খান।