কচুয়া উপজেলার সাচার বাজারে ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত জীবন বীমা কোম্পানী ‘সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডে’র মরনোত্তর বীমার চেক হস্তান্তর কর হয়েছে। বৃহস্পতিবার সকালে সাচার তালুকদার মার্কেটের দ্বিতীয় তলায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের সাচার শাখার গ্রাহক জামাল হোসেন ও পারুল বেগমের মৃত্যুতে তাদের নমিনীর হাতে পৃথকভাবে ২লক্ষ ৩৪ হাজার টাকার মৃত্যুদাবীর চেক হস্তান্তর করা হয়।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্র্যাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে ও ইনচার্জ মো. জামাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কোম্পানীর এ্যাসিস্ট্যান্ট এজেন্সী ডিরেক্টর মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সেলস ম্যানেজার মো: আব্দুল্লাহ্ হিল কাফি, এ্যাসিস্ট্যান্ট সেল্স ম্যানেজার মো: আশরাফুল ইসলাম ও এফ.এ মাফিয়া ইসলাম শান্তা। এ সময় গণসংযোগ প্রধান গালিব হাসান, ইউনিট ম্যানেজার আক্তার হোসেন, শাহ্ আলম, খোরশেদ আলম, আইটি অফিসার প্রসনজিৎসহ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের সাচার এরিয়া শাখার সকল গ্রাহক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।