ঘটনা ও সময় ১২/১১/২০২৩,ইং সময়ঃ ০৩.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন ০৮নং বাগাদী ইউপিস্থ ০৭নং ওয়ার্ডের বাইতুল নূর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হইতে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৩০০০ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ রাজু শরীফ (২৮), পিতা- মৃত ইসমাইল শরীফ, মাতা- রানু বেগম, সাং- ফুলঝুড়ি, ধানীসাফা ইউনিয়ন, থানা- মঠবাড়িয়া, জেলা- পিরোজপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থান হইতে ইয়াবা সংগ্রহ করিয়া ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা ইয়াবা বিক্রয় করিয়া আসিতেছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল ধৃত আসামীর এর দেহ তল্লাশি তাহার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট হইতে কালো কস্টেপ দ্বারা মোড়ানো ০১টি পোটলা, যাহার ভিতরে সাদা পলিথিনের ভিতরে ১৮০০ পিস কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট এবং বাম পকেট হইতে কালো কস্টেপ দ্বারা মোড়ানো ০১টি পোটলা, যাহার ভিতরে কালো কস্টেপ দ্বারা মোড়ানো ছোট ছোট ২৪টি পোটলা, যাহার প্রত্যকটির ভিতরে ৫০পিস করিয়া (৫০× ২৪)= ১২০০ পিস কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট, সবর্মোট (১৮০০ + ১২০০)= ৩০০০ পিস কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট, যাহার সবর্মোট ওজন-৩০০ গ্রাম যাহা সঙ্গে থাকা ডিজিটাল স্কেল দ্বারা পরিমাপকৃত, যাহার সর্বমোট মূল্য- ৯,০০,০০০/-টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর চাঁদপুর মডেল থানার ,এফআইআর নং-২১, তারিখ- ১২/১১/২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১০(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়েছে।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর সদর মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ, মোঃ শেখ মুহসীন আলম, এর তত্ত্বাবধানে এসআই (নিঃ)/ মোঃ মামোনুর রশীদ, এএসআই (নিঃ) মোঃ অহিদ উল্লাহ এর নেতৃত্বে সদর মডেল থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন