দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নিমার্ণ ও আর্থ সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম উদ্বোধনের অংশ হিসেবে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা, মাঝিগাছা আলিম মাদ্রাসা ও শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় উপজেলার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার ভবন উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, মাদ্রাসার অধ্যক্ষ এএসএম ফখরুদ্দীন, গভর্নিং বডি সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ জালাল প্রধান জালাল, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো.মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা মো.দেলোয়ার হোসেন, বাংলা প্রভাষক আশ্রাফুল আলম, মাও.মাহবুব আলম প্রমুখ।
এসময় মাদ্রাসার শিক্ষক,শিক্ষিকা গভর্নিং বডির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বৃন্দ উপস্থিত ছিলেন।পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, প্রধান মহাদ্দিস মাও মো.নুরুজ্জামান।