কচুয়া উপজেলার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীপেশার সুধীজনের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইসিটি কর্মকর্তা মো. মোশারফ হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, মুক্তিযোদ্ধা মো. জাবের মিয়া, গোহট দক্ষিন ইউপি চেয়ারম্যান আমির হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তুষ পোদ্দার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সনতোষ চন্দ্র সেন, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম ও উপজেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক ভৌমিক প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা,জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীপেশার সুধীজনরা উপস্থিত ছিলেন।