চাঁদপুর জেলার শাহরাস্তী উপজেলার চিতোষী ডিগ্রি কলেজ ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়ে অধ্যাবধি কার্যক্রম চলমান রয়েছে। বর্তমান অধ্যক্ষ আনোয়ার হোসেন ভূইয়া, উপাধ্যক্ষ কামরুল আহছান চৌধুরী ও সভাপতি দায়িত্ব জাহাঙ্গীর আলম তালুকদার। কলেজটিতে বর্তমানে ইন্টার শাখায় ছাত্রছাত্রী আছে প্রায় ৭০০ জন এবং ডিগ্রি শাখায় প্রায় ৫০০জন ছাত্রছাত্রী রয়েছে।
সাধারণ মানুষের মাঝে কলেজের কার্যক্রম নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। জানাযায়, অধ্যক্ষ আনোয়ার হোসেন ভূইয়া দীর্ঘদিন অনুপস্থিত, সপ্তাহে একবার কিংবা ১৫দিনে একবার আসেন। কলেজের সামনে সরকারি খাল ভরাট করে সীমানা প্রাচীর নির্মান করতে দেখা যায়। অন্যদিকে কলেজ কার্যক্রমে সঠিক কোন তথ্য বা জবাব দিতে পারেননি উপাধ্যক্ষ কামরুল আহছান চৌধুরী।
পরবর্তীতে কলেজের বর্তমান সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদারকে এসব বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানেন না এবং অসুস্থ আছেন বলে জানান।
পরবর্তীতে স্হানীয় মোখলেস, মিজান, বাসার সহ অনেকে বলেন, ১০বছর পূর্বে লিজ নিয়েছেন বললেও সঠিক কোন তথ্য জানা যায়নি।
বর্তমান কলেজে ভিবিন্ন কার্যক্রম প্রায় স্তম্ভিত হয়ে যাচ্ছে।
এবিষয়ে ইউএনও মোহাম্মদ হুমায়ন রশিদ এর কাছে জানতে চাইলে, তিনি বলেন, এমনটি জানা ছিলোনা তবে যখন জেনেছি নিশ্চয়ই তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যাবস্থা গ্রহন করবেন বলে জানান।