আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বর্তমান সংসদ সদস্য প্রখ্যাত সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
ক্ষমতাসীন দলের বঙ্গবন্ধু এভিনিউস্থ কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে, শনিবার (১৮ নভেম্বর)। সকাল সাড়ে ১০টায় ফরম বিতরণ উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে বেলা ১ টায় আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে ৫০ হাজার টাকা মূল্য পরিশোধে নিজ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করে মুহম্মদ শফিকুর রহমান।
এর আগে সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য খাজে আহমেদ মজুমদার এর নেতৃত্বে উপজেলা আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে শনিবার সকালে আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে মুহম্মদ শফিকুর রহমান চাঁদপুর-৪ আসনের এ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে বেলা ৩ ঘটিকায় বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার ভিআইপি লাউঞ্জে নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন সংসদ সদস্য।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, সাবেক উপজেলা আওয়ামিলীগের সদস্য জি এম হাসান তাবাসসুম, ১১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, ১৬নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শরিফ হোসেন খান, ১০নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ ভূঁইয়া, ১৪নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন,
সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান,
সাবেক উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর পালোয়ান, সাবেক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম রোমান, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন সংসদ সদস্যের প্রতিনিধি মোস্তফা কামাল ঢালী ও পারভেজ পাটওয়ারী, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক বাহাউদ্দীন বাহার, ৩নং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জানিবুল হক্ব জুয়েল, ৯নং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সোহেল হোসেন রাজু, ১৬নং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, ১২নং চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি মাজহারুল ইসলাম নিরু, ১৪নং ইউনিয়ন সংসদ সদস্যের প্রতিনিধি রফিকুল ইসলাম মিয়া, ১৫নং ইউনিয়ন সংসদ সদস্যের প্রতিনিধি নজরুল ইসলাম সুমন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।