রাজধানী ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে উত্তরা মোটর্স ও বাজাজ অটো বাংলাদেশে সর্বপ্রথম গ্রাউন্ডব্রেকিং উচ্চতর সিসি বাজাজ পালসার এন২৫০ মোটরসাইকেলের উদ্বোধন করেছে। দুই দশক আগে শুরু থেকেই বাজাজ পালসার সারা বিশ্বে স্পোর্টস মোটরসাইকেলের পথ প্রদর্শক।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, উত্তরা মোর্টস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উত্তরা মোটর্স লিমিটেডের হেড অব বিজনেস প্ল্যানিং নাঈমুর রহমান, বাজাজ অটো ভারতের বিভাগীয় ব্যবস্থাপক (ইন্টারন্যাশনাল বিজনেস) সামীর মারদিকার, বিভিন্ন কর্পোরেট হাউসের শীর্ষ কর্মকর্তা, উত্তরা মোটর্স লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উত্তরা মোটর্স এবং বাজাজ অটো লিমিটেডকে বাংলাদেশে বাজাজ পালসার এন২৫০ মোটরসাইকেল উদ্বোধন করার জন্য অভিনন্দন জানিয়েছেন। হাইকমিশনার জোর দিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে কর্মদক্ষতা, ভৌগোলিক নৈকট্য এবং উন্নত মাল্টিমোডাল সংযোগের কারণে, বাংলাদেশের অটোমোবাইল খাতে যৌথ উদ্যোগের মাধ্যমে পণ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতীয় শিল্পের নতুন অংশীদারিত একটি আদর্শ অবস্থানে রয়েছে। বাংলাদেশে ভারতীয় অটোমোবাইল শিল্পের প্রধান প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী উপস্থিতির ফলে উল্লেখযোগ্য কর্মসংস্থান এবং রাজস্ব আহরণে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে।
মতিউর রহমান বলেন, দুই দশক আগে বাজাজ অটো এবং উত্তরা মোটর্স প্রথম পালসার লঞ্চ করেছিল এবং বাংলাদেশে মোটরসাইকেল জগতে যুগান্তকারী পরিবর্তন এনেছিল। তারপর থেকে পালসার সফলতার সঙ্গে নতুন মানদণ্ড স্থাপন করেছে এবং বাংলাদেশে উচ্চক্ষমতার মোটরসাইকেলের চাহিদা দ্রুতগতিতে বাড়ছে।