কচুয়ায় নাশকতা মামলায় জামায়াতে ইসলামীর ৬জন সক্রিয় নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার সকালে কচুয়া থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ঘাগড়া এলাকা থেকে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন, ফরিদগঞ্জ উপজেলার শোল্লা গ্রামের মৃত. সালামত উল্যাহর ছেলে মো. আবু নোমান, কচুয়ার মাছিমপুর গ্রামের মৃত. আবুল হোসেনের ছেলে মো. মঈন উদ্দিন, কুমিল্লার হোমনা উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের মৃত. নুরুল ইসলামের ছেলে কড়ইয়া ফাতেমাতুজ জোহরা মহিলা দাখিল মাদ্রাসার সুপার আবু সাঈদ, কচুয়ার ঘাগড়া গ্রামের মো. ইব্রাহীমের মো. খালেদ, মনপুরা গ্রামের আবুল বাসারের ছেলে সাব্বির হোসেন, ফেনীর পরশুরাম উপজেলার বাউরখুমা গ্রামের তাহের আহম্মদের ছেলে ও কড়ইয়া ফাতেমাতুজ জোহরা মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. তাজুল ইসলাম।
এব্যাপারে কচুয়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, সোমবার সকালে ঘাগড়া এলাকা থেকে তৎসহ বিষ্ফোরক দ্রব্যাদি আইনে ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।