কচুয়া উপজেলার মেঘদাইর গ্রামের অধিবাসী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। তিনি সোমবার আড়াইটার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সোমবার বাদ মাগরীব মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসা মাঠে মরহুমের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জীবদ্বশায় তিনি একজন প্রতিবাদী বীর মুক্তিযোদ্ধা হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।