আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ আসন থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মনোনয়নপত্র দাখিল করেছেন।
২৮ নভেম্বর মঙ্গলবার ৩টায় উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, স্বাধীন বাংলা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী, বাঙ্গালী জাতির সূর্য সন্তান মেজর অবসর প্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এবারসহ ৬ষ্ঠ বারের মত মনোনয়নপত্র দাখিল করলেন। বিগত ৫ বারের মনোনয়নপত্র দাখিলে তিনি ৪বার বিজয়ী হয়েছেন। এবারের নির্বাচনে তিনি আবারও বিজয়ী হবেন বলে দলীয় নেতা-কর্মিরা আশা করছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইলিয়াস মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মদ ইরান।