মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের জৈষ্ঠ্যপুত্র ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু’র রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. রেজাউল করিম, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দলিল উদ্দিন, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য রমিজ উদ্দিন শিশির, ম্যানেজিং কমিটির সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ’সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
দোয়া পরিচালনা করেন, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবদুল্লাহ আল মামুন।
উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু’র আশু রোগমুক্তি কামনা করেন।