হাইমচর উপজেলায় ৪ নং নীলকমল ইউনিয়নে অবস্থিত ঈশানবালা মালের হাট যুব সংঘ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন চেয়ারম্যান সউদ আল নাসের।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর)ঈশানবালা মালের হাট যুবসংঘ উচ্চ বিদ্যালয়ের হল রুমে প্রিজাইডিন অফিসার হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল এর উপস্থিতিতে কমিটির সর্বসম্মতির সিদ্ধান্ত মোতাবেক নবগঠিত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৪নংনীলকমল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাছির উদ্দীন সরদারের সুযোগ্য সন্তান জনতার চেয়ারম্যান সউদ আল নাসের।মালের হাট যুব সংঘ উচ্চ বিদ্যালয়ের অভিবাবক সদস্য দাদন বেপারীর প্রস্তাবে এবং সমর্থন কারী অভিবাবক সদস্য আবুল কালাম বেপারীর সমর্থনে নব গঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন চেয়ারম্যান সউদ আল নাসের।
এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব বিএম মুন্নাফ, অভিবাবক সদস্য দাদন বেপারী,
আবুল কালাম বেপারী অভিবাবক সদস্য, টি আর সদস্য মানিক দেবনাথ, টি আর সদস্য নজরুল, টি আর সদস্য শাপলা রানী,অভিবাবক সদস্য জুলহাস মোল্লা,অভিবাবক সদস্য আফসানা বেগম,
গন্যমান্য হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্টাতা প্রধান শিক্ষক,, শিক্ষক সাহাবুদ্দিন সরদার,৩নং ওয়ার্ড ইউপি সদস্য খলিল মাতাব্বর,১ নং ওয়ার্ড ইউপি সদস্য আসাদউজ্জামান স্বপন মোল্লা ,জয়নাল সরদার,শাহাবুদ্দিন সিকদার,মহিলা ইউপি সদস্য শাহাজাদী বেগম সহ অননান্য ব্যক্তিবর্গ।