কচুয়ায় শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য বছরের ন্যায় শুক্রবার কচুয়ার তেগুরিয়া উচ্চ বিদ্যালয়, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ে পৃথক তিনটি কেন্দ্রে ৯৪০জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহন করে। কচুয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্র্থীদের নিয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার পরিচালক হিসেবে দায়িত্ব পালনক করেন মো. গোলাম মাওলা ও আরিফুল ইসলামের সাবির্ক তত্ত্বাবধানে তেগুরিয়া উচ্চ বিদ্যালয় প্রধান কেন্দ্র সচিবের দায়িত্ব ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের পাটোয়ারী, কেন্দ্র সচিব আব্দুল কাদের ও সার্বিক পরিচালনায় ছিলেন মো. শাহাদাত হোসেন।