দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে অবাধ, সুষ্ঠ, গ্রহণযোগ্য, প্রতিযোগিতামূলক এবং উল্লেখ সংখ্যক ভোটার উপস্থিতি করনে মতবিনিময় সভা করা হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল ২৯ নভেম্বর বুধবার বিকেলে চাঁদপুর শহরের স্টার আলকায়েদ জুট মিলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
সভায় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা চান একটি প্রতিযোগিতামূলক নির্বাচন। এতে দল ও নেত্রীর ইজ্জত বারবে। দেশ-বিদেশিদের কাছে নির্বাচনের গ্রহনযোগ্যতা বৃদ্ধিপাবে। ফরিদগঞ্জে যেন নিরত্রাপ নির্বাচন না হয় সেই জন্য আমি নেত্রীর নির্দেশনায় নির্বাচনে প্রার্থী হয়েছি।
তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্যোশে বলেন, আমি নিজে গিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে এসেছি। এছাড়াও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে এসেছি। নির্বাচন করতে গিয়ে আপনারা হামলার শিকার হলে সাথে সাথে আইনের আশ্রয় নিবেন। এছাড়াও আপনাদের নিরাপত্রার কথা ভেবে আমরা বেশ কিছু আইনজীবী রেখেছি। তাদের সাথেও যোগাযোগ রেখে যাবেন। তারা সব সময় আপনাদের নিরাপত্রায় কাজ করবে।
সভায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার এবং ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক মহিউদ্দিন ভুঁইয়া ইরানের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন স্বপন, আরিফুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ফারুকী, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান হাসান আব্দুল হাই, ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদদুল্লা তপাদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মুরাদ হোসেন ভূইয়া, ১২নং চরদুখিয়া ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরী, ফরিদগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামলা হোসেন মিয়াজী, ফরিদগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান পাটোয়ারী, ৯নং গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান শাহ আলম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়া দিপু, ৬নং গুপ্টি ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, ২নং বালিথুবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান এইচ এম হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ১৫নং ইউপি চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হানিফ গাজী, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য দেলোয়ার হোসেন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটোয়ারী, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমিন সরোয়ারসহ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াহিদুর রহমান খন্দকার, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু পাটোয়ারী, যুব ও ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন বাবুল পাটোয়ারী, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, উপ-প্রচার সম্পাদক খোরশেদ আলম মিন্টু, মহিলা সম্পাদিকা রীনা নাসরিন, সকল ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পৌরসভা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।