আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরে ৫ টি আসনে রাজনৈতিক দল ছাড়াও ১২ জন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন নিজ নিজ নির্বানীয় এলাকার সহকারী রিটার্নিং কর্মকর্তা কাছে।
স্বতন্ত্র প্রার্থীরা সবাই আওয়ামীলীগের র্শীষ ও স্থানীয় জেলা পযায়ের পদ-পদবীতে রয়েছেন । অধিকাংশ স্বতন্ত্র প্রাথী হেবিভেট ।অনেকে সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান রয়েছে । আওয়ামীলীগের নৌকার প্রতিকের প্রাথীদের সাথে স্বতন্ত্র প্রাথীদের সাথে ভোটযুদ্ধে অবর্তীন হতে পারে । যদি শেষ পযন্ত স্বতন্ত্র প্রাথীরা মাঠে থাকে ।জানা গেছে,গত ৩০ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন ছিল। চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস সুত্রে জানাযায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১২ জন মনোনয়ন ফরম দাখিল করেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করলেন যারা, চাঁদপুর -১ আসন (কচুয়া ) আসনেথেকে স্বতন্ত্র প্রার্থীরা হলেন মোঃ গোলাম হোসেন, মোঃ শওকত হোসেন মিয়া, মোঃ বাহাদ চৌধুরী। চাঁদপুর -২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান। চাঁদপুর-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া, মোঃ রেদোয়ান খান বোরহান।
চাঁদপুর ৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, এডঃ মোঃ জাহিদুল ইসলাম, মোঃ জালাল আহমেদ।চাঁদপুর ৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী গাজী মাঈনুদ্দিন, মোঃ জাকির হোসেন প্রধানীয়া ।
আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং
কর্মকর্তার বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তি
করতে হবে ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ