শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের মোফল্লার ঐতিহ্যবাহী জনতা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির পর্যায়ক্রমে ৪র্থ বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো আবুল কালাম আজাদ।
৩ ডিসেম্বর রোববার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকল্পে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নির্বাচিত অভিভাবক সদস্য, সংরক্ষিত ও শিক্ষক প্রতিনিধির সর্বসম্মতীকমে সাবেক ছাত্রনেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এ সময়
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদ আলম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ নজরুল ইসলাম মিয়াজী, নির্বাচিত অভিভাবক সদস্য আব্দুর রহিম তালুকদার, মোঃ আনোয়ার হোসেন, জহির মিয়াজী, মোঃ ইসমাইল হোসেন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নাছিমা আক্তার।
নব-নির্বাচিত সভাপতি মোঃ আবুল কালাম আজাদ বলেন আমি গত ৩বার বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালনে যেভাবে বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকান্ড করেছি। এবারও এই উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্তকরেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের গুণগতমান শিক্ষা অর্জন ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড উন্নয়নে সকল শিক্ষক, অভিভাবক সদস্যসহ সকলের আন্তরিক ও সহযোগিতা কামনা করেছেন তিনি।