কচুয়ায় ২০২৩-২০২৪ অর্থবছরের রবি মৌসুমের কৃষি পুর্নবাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী,হাইব্রিড বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উফশী জাতের ৪ হাজার ৩শ ও ২ হাজার ২শ কৃষকদের মাঝে হাইব্রিড বীজ বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে এসব বীজ বিতরন করেন উপজেলা কৃষি অফিসার মো. মেজবাহ উদ্দিন।
এসময় উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা টিটু মহন সরকার,বেলাল হোসেন, ফরহাদ হাসান,গোলাম রাব্বানি,মানছুরা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।