কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের দাতা ও বাংলাদেশ সরকারের চট্টগ্রাম ও সিলেট বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক মরহুম রোস্তম আলী মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের উদ্যোগে সকালে কলেজ মিলনায়তনে কুরআন খতম,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এসময় মরহুম রোস্তম আলী মিয়ার কবর জিয়ারত করেন কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মরহুম রোস্তম আলী মিয়া বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ড. সেলিম মাহমুদের গর্বিত বাবা।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আবুল খায়েরের পরিচালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন,কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা,ফজলুল হক,সেলিম হোসেন,ফানাউল্যাহ,ইউপি সদস্য শাহজালাল মিয়া,প্রভাষক সিহাব হোসেন প্রমুখ। এসময় কলেজের অন্যান্য শিক্ষক,শিক্ষার্থী,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,মরহুমের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও উপস্থিত ছিলেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ আবু জাফর।