কচুয়া উপজেলার মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও জামিয়াতুল মুদারিসীনের চাঁদপুর জেলা সহ-সভাপতি মাও. একেএম গোলাম মোস্তফা ইন্তেকাল করেছেন। রবিবার মাধ্য রাতে তিনি নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মাওলানা একেএম গোলাম মোস্তফা মেঘদাইর গ্রামের মৃত ইয়াছিন মোল্লার বড় ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি মা, স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ বহু গুনগাহী রেখে যান। সোমবার বাদ জোহর মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসা মাঠে হাজারো মুসল্লির অংশগ্রহনে মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হয়। অধ্যক্ষ মাওলানা গোলাম মোস্তফার মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে এলাকায় বইছে শোকের মাতম। পরে মেঘদাইর মোল্লা পাড়া মসজিদের সামনে পারিবারিক কবরস্থানে বাবার পাশে চির নিদ্রায় শায়িত হোন প্রখ্যাত এই আলেমে দ্বীন।
এদিকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ,শাজুলিয়া দরবার শরীফের পীর রুহুল্লাহ শাজুলী,এনায়েতপুর দরবার শরীফের পীর গোলাম গাউস আল কাদ্বেরী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান,আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান,আশ্রাফপুর গনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আলী আক্কাস সর্দার,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত নজরুল ইসলাম,মাদ্রাসার গভর্নিংবডির সভাপদি অ্যাড. দেলোয়োর হোসেন পাটওয়ারী,অ্যাড. ড. কামাল হোসেন পাটওয়ারী,অ্যাড. আতাউর রহমান মিজান,মাদ্রাসার উপাধ্যক্ষ মোস্তফা কামাল,ইউপি সদস্য গিয়াস উদ্দিন প্রমুখ। পরে সন্ধ্যায় প্রয়াত অধ্যক্ষ একেএম গোলাম মোস্তফার কবর জিয়ারত করেন চাঁদপুর-১ কচুয়া আসনের নৌকা মনোনীত প্রার্থী ড. সেলিম মাহমুদ ও দলীয় নেতাকর্মীরা