দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার মোহনপুরে আলী ভিলা হল রুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ কুদ্দুসের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। এসময় আ’লীগ ও
প্রধান অতিথির বক্তব্যে মাফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, আগামী নির্বাচন উৎসব মুখর করতে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোট দিতে পারে সেজন্য সকল নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে। বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় সরকার গঠনের সুযোগ করে দিতে হবে। শেখ হাসিনা ক্ষমতা থাকলে দেশে সার্বিক উন্নয়ন হয়।
তিনি আরো বলেন, দলের কোনো নেতাকর্মীর দল বা নৌকার বাইরে গিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। যারা দলের আদর্শ মেনে চলে তাদের অবশ্যই নৌকার পক্ষে কাজ করতে হবে। এই নৌকাকে আমরা বলি হক ভাসানীর নৌকা, এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকা আওয়ামী লীগের নৌকা, এই নৌকা শেখ হাসিনার নৌকা। তাই নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই।’
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আ’লীগের কার্যকারী কমিটির সাবেক সদস্য রিয়াজ উদ্দিন মানিক, রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হুমায়ূন আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য শেফালী, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এসি মিজান, আইয়ুুব আলী গাজী, জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হহাওলাদার, গাজী ইলিয়াছুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হানিফ দর্জি, আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেন গাজী, সাবেক চেয়ারম্যান বীর ুমক্তিযোদ্ধা নান্নু মিয়া, দেলোয়ার হোসেন দানেশ, কলাকান্দা ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, জহিরাবাদ ইউপির চেয়ারম্যান গাজী সেলিম মিয়া, সুলতানাবাদ ইউপির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, ফরাজীকান্দি ইউপির চেয়ারম্যান রেজাউল করিম, বাগানবাড়ি ইউপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, গজরা ইউপির চেয়ারম্যান শহিদ উল্ল্যাহ মাস্টার, ষাটনল ইউপির চেয়ারম্যান ফেরদাউস আহমেদ, মহিলা আ’লীগের সভাপতি পারভীন চৌধুরী, সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী, সদস্য রাধে শ্যাম সাহ, সাদুল্ল্যাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি লোকমান হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু সহ আরো অনেকে।